এই পোস্টে একে এক নিয়ে আসব সি.আই.ডি. সিরিজের সব বই
যারা ছোটোবেলায় স্বপন কুমারের কোনো বই পড়েননি, তারা জানে না, কি মিস করেছে। নাক উঁচু কিছু লোক ছাড়া দীপক চ্যাটার্জির গোয়েন্দা গল্পের বই রুদ্ধশ্বাসে পড়েন নি খুজে পাওয়া যাবে না। উনি যদিও এক একটি সিরিজ হিসেবে লিখতেন। কিন্তু কিছু বিচ্ছিন্ন বই ও লিখেছেন। এটি তেমনি একটি বই। ভুল হলে শুধরে দেবেন।
EmoticonEmoticon