এই মন তোমাকে দিলাম লিরিক্স

  • শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
  • অ্যালবামঃ মানসী
  • সুরকারঃ আনোয়ার পারভেজ
  • গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ ছায়াছবি

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।
বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম।।
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম।।


EmoticonEmoticon