Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics
Title : Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)
Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী
Download : Tumi Je Amar Kobita
তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।
আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।
তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।
3 মন্তব্য(গুলি)
Top Tamil Hindi Movie
Bollywood Movie songs
Short Film Download
DJ Remix Albums
Airtel Free Internet Tips
Bollywood Top Movie Videos
Tamil Movie Download
EmoticonEmoticon