শেয়াল আর নেংটি - ভিতালি বিআংকি (অনু: ননী ভৌমিক)



অনুবাদ : ননী ভৌমিক


ছবি এঁকেছেন : ইয়ু. ভাসনেৎসভ 
প্রকাশকাল : মুদ্রিত নেই

পৃষ্ঠা সংখ্যা :১৬
আয়তন :  ৩৩.৬ মেবা (raw scan) / 1.41 mb (LQ ডাউনলোড)


 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সিদ্ধার্থ চ্যাটার্জি   
স্ক্যান করেছেন : সিদ্ধার্থ চ্যাটার্জি   
প্রসেস করেছেন (raw scan file) : নির্জন সেন

সুদূর মুম্বাই থেকে আমাদের ব্লগ দেখে নিজেই যোগাযোগ করে সংগ্রহের বইয়ের খবর দিয়ে প্রয়োজনমাফিক স্ক্যান করে পাঠিয়েছেন শুধু নয়, যখন কলকাতায় এসেছেন হাতে করে আরো কিছু দুষ্প্রাপ্য ছোটোদের রঙিন ছবির বই নিয়ে এসেছিলেন তিনি। সেগুলো সব সোভিয়েতের নয়, তাই কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে। আপাতত এটাই রইল সবার জন্য। সিদ্ধার্থ চ্যাটার্জিকে অসংখ্য ধন্যযোগ।

(বইটি উনি কলকাতাতেও নিয়ে এসেছিলেন, ছবির পাতার ধারের যে অংশগুলো স্ক্যান করতে গিয়ে কেটে গেছিল সেগুলো আবার স্ক্যান করাও হয়েছে, তবে সে ফাইনাল এডিটের সময় ফটোশপ চালাতে লাগবে।)

শীঘ্রই প্রিন্ট-রেডি হাই কোয়ালিটি কপি ডাউনলোডের জন্য দেওয়া হবে, ততদিন এটাই পড়ে ফেলুন।





EmoticonEmoticon