হিমানীশ গোস্বামীর কিশোর রচনা

 এই পোস্টে নিয়ে আসব প্রখ্যাত সাহিত্যিক হিমানীশ গোস্বামীর কিছু অনন্য সাধারন কিশোর রচনা সংগ্রহ

বইটি এডিট করে দিয়ে সুদীপ্ত শিকদার।


যদি এখনো মেম্বার না হয়ে থাকেন, তাড়াতাড়ি মেম্বারশিপ ফর্ম ফিলাপ করে আমাদের মেম্বার হয়ে যান।

বা 
বাংলা ক্লাসিক বুক্স থেকে সদস্য গ্রহণ ট্যাবে ফর্ম ভরে সাবমিট করুন।




ব্লগার ইউআরএল থেকে m=1 রিমুভ করার নিয়ম ও কোড

ব্লগার ইউআরএল থেকে m=1 রিমুভ করার নিয়ম ও কোড

আমাদের যাদের ব্লগারের ব্লগ আছে তাদের ব্লগে একটি সমস্যা হচ্ছে ওয়েবসাইট মোবাইল ডিভাইস থেকে ব্রাউজ করলে লিংক এর শেষে m=1 একটা প্যারামিটার যোগ হয়। সেটা কোনো ভাবেই সরানো যায় না এটার ফলে ব্লগের লিংক দেখতে কিছুটা অন্যরকম দেখা যায়। তবে আপনারা চাইলেই খুব সহজেই ব্লগার ব্লগের থেকে m=1 সরাতে পারেন। তবে এটা সরানোর জন্য আপনাদেরকে একটা ছোট্ট জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হবে। কোডটা খুবই ছোট তাই ব্লগের কোনো সমস্যা হবে

Google Search

The Web Only Soulsbox