পঞ্চতন্ত্রের কাহিনী সম্ভার

 এই পোস্টে নিয়ে আসব

পঞ্চতন্ত্রের নানা কাহিনী সম্বলিত নানা বই

আমাদের সহযোগী প্রিয়াংকা গোসাভি এই বইটি স্ক্যান করেছেন। 

যারা নিষেধ সত্তেও নানা ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে আমাদের বই গুলো শেয়ার করছেন (বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দিয়ে), তাদের অনুরোধ একটু কৃতজ্ঞতা তো রাখতে পারেন। একটা বই স্ক্যান করে এডিট করা কম সময়ের কাজ নয়। তার ওপর এখন অনেকেই আমাদের পিডিফ বা পিডিফ থেকে প্রিন্ট নিয়ে বিক্রি করতে শুরু করেছে। 

তাই অনুরোধ আপনাদের বন্ধুদের গ্রুপে যোগ করুন, বা নিজের ফেসবুক ওয়ালে এই নিয়ে পোষ্ট দিন, বা কার্যক্ষেত্রে যেমন যারা শিক্ষক, ছাত্রদের মধ্যে ক্লাসে খবর ছড়িয়ে দিন, যাতে সবাই সরাসরি গ্রুপ থেকে বই নিঃশুল্ক নিতে পারে, অসাধু লোকেদের সুবিধে না হয়।


প্রচ্ছদ চিত্র


 


এই বইটি আমাদের বিশেষ সদস্যদের জন্য। যদি এখনো মেম্বার না হয়ে থাকেন, তাড়াতাড়ি মেম্বারশিপ ফর্ম ফিলাপ করে আমাদের মেম্বার হয়ে যান।

বা 
বাংলা ক্লাসিক বুক্স থেকে সদস্য গ্রহণ ট্যাবে ফর্ম ভরে সাবমিট করুন।


Google Search

The Web Only Soulsbox